বাংলা কবিতার জন্য
যারা চোখের জল ফেলেন, কুমিরের চোখের জলের সঙ্গে
লেখা হলেই উঠে আসে ‘কুম্ভিরাশ্রু’ তার সমাধান গুগুলও জানে না
আমি নিজেও কোনদিন বাংলা কবিতার জন্য অশ্রু বিসর্জন করিনি
শরীরের জল বা ঘাম ঝরিয়েছি কয়েক গ্যালন
তার জন্য বাংলা কবিতার কত মিলিমিটার আপডেট হয়েছে
তা জানার জন্য আরো কয়েক দশক অপেক্ষা করতে হবে
যাঁরা অপেক্ষা করতে রাজি হবেন না, তাঁরা পথপ্রদর্শকের
নির্দেশের জন্য সজাগ থাকুন
ডোর বেলটি ঠিকঠাক কাজ করছে কিনা সে সম্পর্কে অবহিত থাকুন
কাকে কান নিয়ে গেল শুনলে
কাকের পেছনে না ছুটে নিজের কানের পাশে হাত নিয়ে যান
এই লেখাটিতে প্রথমে কুমির, পরে কাক
একটি সরীসৃপ এবং একটি পাখি এসে গেল
পরের কবিতায় জলচর, লালতিমি আসার কি কোন সম্ভাবনা
দেখা যাচ্ছে
২.১০.২০১১
দুপুর ৩ টে ১৪ মি.
বাঃ... গভীর অনুভবের কবিতা, এবং দিকনির্দেশক ।
উত্তরমুছুনবাংলা কবিতা শুধু নয়, ভারতীয় সাহিত্য আপনার অবদান কোনোদিনই ভুলবে না। আপনি তো শুধুই কবি নন, সাহিত্যিক তথা কবিদের অভিভাবক।
আপনার মতামত কবিকে পৌছে দেওয়ার চেষ্টা করবে 'বাংলা সাহিত্য'; এই মতামত 'বাংলা সাহিত্য' মূল্যবান সম্পদ মনে করে। মতামতের জন্য ধন্যবাদ।
মুছুনআপনার কবিতার একনিষ্ঠ পাঠক হওয়ার চেষ্টা করছি।
উত্তরমুছুনপ্রভাভ চৌধুরী একটা বটবৃক্ষের নাম,আমরা সেই বৃক্ষে কবিতার সাথে বিশ্রাম করি।
উত্তরমুছুন