সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

পৌলমী সেন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পৌলমী সেন

১ আমি যদি ফুটফাট শব্দ করে ফুটতে পারতাম তাহলে ফুটছি। তুমি কি বলতে কি বলে বসো, আমি আর মাথা ঘামচ্ছি না। প্রেমে নয়া মোড় এল অরুন, বরুন, কিরণমালা! কে কখন কেমন হয়, তখন কে কি করতে পারে অত ভেবে কি হবে? ঘন জঙ্গলের মধ্যে তুমি দৌড়ে গেলে আমরাও পেছন পেছন যাবো। ‘ডেডিকেশান’ যেন শব্দ নয়, উড়ে এসে জুড়ে বসতে চাইছে, আদিখ্যেতা! শোনো, তোমাকে মনের মতো বানিয়ে নেওয়ার খেলাটা শেষ হয়েছে! মনে পড়ছে যাকে সে তো আর আমার নিজের নয়। আস্পর্ধা, পাখিটা ঘরের মধ্যে চলে এসেছে। তুমি সঙ্গে নেই, পাশ ফিরে পাখিটাকে কাছে ডাকলাম। ভালো লাগা সিনেমার নায়ক হয়ে তোমাকে সাহায্য করেছিলাম। মোস্ট গরজিয়াস আর মোস্ট জেনারাস দুটোই নাকি আমি? যাকে ভালোবাসি না তাকে তুমি পাশে এনে রাখো। প্রত্যেক নারীই কি সঙ্গে একজন পুরুষ চায়? তখন বোধ হয় আমাকে দেখতে তোমার ভালো লাগে! তুমি হয়ত এবার এই যুবতী মেয়েটিকে একজন মহিলা বানাবে। যে স্বল্পবাক, দুঃখের সঙ্গে মানিয়ে নিতে জানে। যাকে নির্জনে একা বসিয়ে রেখে তুমি নিজেই নিজেকে বাহবা দেবে। যদি আমি এখন বলি ওই মানুষটি আসলে তুমি! তখন তোমার অবাক হয়ে যাওয়া আমার ভালো লাগবে। হঠাৎ ঘরের বাইরে বেরিয়ে তুমি এই শহরট...