মিতা বিশ্বাস বসু পুরনো জামা-কাপড়ের ভাঁজে, স্বপ্নের গন্ধরা জড়িয়ে থাকে। ভাবি, অতীতের সুখ-স্মৃতির সাথে- খেলা, বোঝাপড়া করবো পারিনা! ন্যাপথলিনের গন্ধে হতাশ হই, পুরনো গন্ধরা এতে ম্লান হয়ে আসে- তবু, কতো আশা নিয়ে গন্ধকে আঁকড়ে বাঁচতে চায়, মন। বাকি জীবনটা কাটুক, খুশীতে-স্মৃতিতে। ---------- আরও কবিতা পড়তে ক্লিক করুন এখানে
'বাংলা সাহিত্য' - অনলাইন বাংলা ম্যাগাজিন : কবিতার পাতা