তৈমুর খানের কবিতা চিহ্ন একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে বিকেল এসে বসেছে মাথায় সেদিকেই চেয়ে আছি আমি ক্রুশবিদ্ধ যিশু অদৃশ্য ছায়ার ক্রুশকাঠে বধ্যভূমিতে আটকে আছি নন্দিনীদের কাজললতা চোখে একফোঁটা অশ্রু নেই করুণার বাক্স ফাঁকা সহানুভূতির বাক্যে কোনও বই লেখা হয়নি আজও বিকেল নেমেছে রাত্রির নরম মাংসের ভেতর ঢুকে যাচ্ছে রোদের শৃগাল আমার রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে মাটিতে আর এক একটা চিহ্ন হয়ে যাচ্ছে সভ্যতার যুদ্ধ জয় করতে পারি নাকো ঘর-উঠোনে মা-বাবার দীর্ঘশ্বাস চলাফেরা করে আমাকে দেখে যায় যুদ্ধ করতে পারি নাকো আর তবু যুদ্ধক্ষেত্রেই থাকি আমার হাতে এখনও চকচক করে বাবার তলোয়ার তলোয়ার আসলে এক সহিষ্ণু বিস্ময় সংকটের কাছে নিজেকে উৎসর্গ করা অথবা আকাশের মুখোমুখি দাঁড়িয়ে যত ইচ্ছা নিজেকে প্রসারিত করা দুয়ারে ঝাঁটা হাতে মায়ের সকাল নিহত বসন্তকালে নিশ্চুপ কোকিল এখনও অমৃতের সন্ধান করে আমি ঝড় , দুর্বার সংযোগে বেরিয়ে পড়ি প্রতিটি সকালে ফিরে...
'বাংলা সাহিত্য' - অনলাইন বাংলা ম্যাগাজিন : কবিতার পাতা