সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গৌতম কুমার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হারনো ভোরের স্মৃতি

গৌতম কুমার দিনের পর দিন আসে নতুন রবি পোড়ামন নিয়ে আসে না আর কবি। আনন্দ উৎসব হারিয়ে..... কাজকর্মের ফাঁকে পড়ে থাকে জীবন। কাজ বাদ দিয়ে যদি আনন্দকে ফিরে পেতাম তবেই কত শৈশবকে অনায়াসে ফিরে পেতাম রাত পোহালেই ডালা কেটে, মাঠে পুঁতে, বিচালি বিছিয়ে আগুন জ্বালানো কে ফিরে পেতাম! বিধ্বস্ত আগুনের ছ্যাঁকা আর লাগে না গায়ে কুয়াশা মাখা পরিবেশে,চাদর জড়ানো গায়ে আর হয়তো ঊষার শীতোষ্ণ ছোঁয়া পাই না, তবুও, অতীত খুঁজি ব্ল্যাকেন্টর নরম ছোঁয়ায়। কিন্তু পাই না আর হারানো আনন্দের স্মৃতি।