সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মীর আল ইমরান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ভালোবাসা

মীর আল ইমরান "কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া" আজও আমি খুঁজে মরি আমার সেই ভালোবাসা। ছিনিমিনি খেলে গেছে কত শত লোকে এসে আমিও নিজেকে সযত্নে দিয়েছি সাজিয়ে। দুর্বল হয়ে গেছি, মন গেছো তুমি ছুয়ে কিন্তু জানি তুমি যে অনেকটাই দামী বৃথা চেষ্টা আমার, এই মনটা যাবে আবারও পুড়ে। তোমার কাছে হয়ত সময় কাটানোর সঙ্গী টুকুই খালি তবুও চেয়ে থাকি, সেই দিকে, সেই পথের দিকে এলোকেশী যদি হেসে একবার আসে আমার হয়ে। মায়াবিনী যদি আসে, গ্রীষ্মের প্রথম বৃষ্টি হয়ে। কল্পনায় আসলে় ঢেয়ে চলি মরীচিকার পানে। লক্ষীটি তুমি, ভালোবাসা না দিতে পারো গহীন আঁধার এই মনে জ্বালিও নাকো আলো। "ভাল নেই, তবুও তুমি ভালো থেকো আকাশের ঠিকানায় তুমিও নাহয় চিঠি লিখো।