হোলিখেলা সদ্য কাটা টমেটো র চাটনির কড়াই র লাল আবীর আঠারো তে পা দেওয়া মেয়েটির ব্রণ হাঁফানো আনন্দের মিলন হোলি আবাসিক পাকাবাড়ির প্লাস্টার রং করা দেহ মেয়েটি গাছের তলায় ঘুমিয়ে একরাশ স্বপ্ন কাদা পিচকারি প্লাবনে ভূমিকম্প কৃষ্ণের কোলে বিষধর কেউটে হিংস্র কুমীর আদরে কুপোকাত নম্র লজ্জাবতী সুদর্শন ঠাকুর দর্শন পাঁচটাকা দক্ষিণা প্রসাদে তেতো উচ্ছে নিরামিষ ঘন্টে চিংড়িমাছ টাটকা মন টাকা টাকা মাটি ভক্তি পঁচিশ পয়সাতেও সোনা খাঁটি প্রতিজ্ঞা মেহেন্দীকরা হাতে পরিয়ে দেওয়া আঁটি প্রতারক দেহে ছড়ানো রং পিচকারি বিশ্বাসঘাতক নয় অবাধ্য পাঞ্জা রং আর জলের খেলা মানানো ক্যারেন্টের সুইচবোর্ড তার যেখানেই গুঁজবে পাখা ফুল স্পিডে ঘুরবে
'বাংলা সাহিত্য' - অনলাইন বাংলা ম্যাগাজিন : কবিতার পাতা