শুভজিত দত্ত স্মৃতির পাতায় লেখা আছে অনন্য এক নাম প্রতিবাদী কন্ঠস্মরে যাকে যায় চেনা মৃত্যু ভয় ছিল না যার সে এক মহামনাব কালে কালে যাকে নিয়ে চলে উন্মাদনা যার উদ্দেশ্যে হয় রচিত যত হাজারো গল্প কবিতা সব পিছু টান দূরে ঠেলে ছিনিয়ে আনলে স্বদেশ দেশের জন্য বিলিয়ে প্রাণ আছো সবার মনে খোকা নামে বাল্য কালে তুমি পরিচিত যুগ শ্রেষ্ঠ ভাষনে তাই তুমি সবার সেরা এক ডাকে তাই সব ফেলে যুদ্ধে ছুটে যওয়া হাজারো বাঁধা জয় করে স্বাধীন করলে স্বদেশ বঙ্গ বন্ধু তুমি যে সবার কাছের মানুষ বিপদ দেখে ছুটে যেতে ছিল না অহংকার অসম্প্রদায়িকতায় গড়লে তুমি সোণায় মোড়া সদ্বেশ
'বাংলা সাহিত্য' - অনলাইন বাংলা ম্যাগাজিন : কবিতার পাতা