সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

আবদুস শুকুর আলী মল্লিক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আবদুস শুকুর আলী মল্লিক

ধর্ম বিক্রি হয় ধর্ম বিক্রি হয় চড়া দামে মাঠে ঘাটে আর ময়দানে, শ্রোতারা কতটা বোঝে ? কোনটা কোন দামে------ আল্লাহই তা জানে । ঝাঁ চকচকে বাড়ি, বিলাসবহুল গাড়ি চাকায় পিষ্ট হয় মানবতা -- গাঁটছড়া বাঁধে আজ পরিযায়ী পাখির দল উড়ে উড়ে খুঁটে খুঁটে , রসদ জমাতে ব্যস্ততা। স্বার্থের আবরণে সত্যের অপলাপ আভরণে সুসজ্জিত করে সংলাপ, বাচনভঙ্গি আর সুললিত কন্ঠ বক বকম-বক বকম---- শুনে যায় ছোলা দেওয়া পায়রার দল । বোবা রাত কাঁদে ,প্যান্ডেল রোশনাই শব্দ দূষণ হয়। ধার করা সংলাপে, বেনামে বেচা কেনা হয় মৃলধন প্রশংসা হাততালি , নোট আর ভোট পকেট গরম হয় ।দেঁতোহাসি হেসে ফেরে ঘরে । বোকার হুদো সব-গাঁটের খরচা করে বিতর্ক ডেকে আনে ।হিসাব মেলে না আর--- চীৎকার চেঁচামেচি-খাওয়া দাওয়া হৈ চৈ বদনাম ছাড়া কিছু পেয়েছে কে কবে ? নসিহত কাঁদে। শিশিরের টুপটাপ শব্দে হাই তোলে আগামী প্রজন্ম, -উঠে পড়ো হয়েছে সকাল-- ফজরের নামাজ নেই , নফল নিয়ে আজ টানাটানি। সবপাটি কিলবিল--- নমাজ পাটি শুধু কাঁদে, হা ভাতের ঘরে আজ ভাত নেই নিভানো উনুন দেখি পিতলায় শুধু পানি ফোটে । যাঁরা আজ সব জানে সব বোঝে তাঁরা কি সবই মানে ? তাঁরা ব...