সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

চন্দনকৃষ্ণ পাল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চন্দনকৃষ্ণ পাল

নাক গলানো বিষয়ক কথামালা আমার বিষন্ন দিন আমারই থাক তোমার গলানো নাক আমাকে বিপর্যস্ত করে- একথা জেনেও তুমি আগবাড়িয়ে আসো হাসো, আমাকে বিব্রত করো শেষ বিকেলে দাঁড়িয়েও পাল্টালেনা নিজ অবয়ব। শৈশব কৈশোরে তুমি তো মানুষই ছিলো একদম জ্যান্ত মানুষ। কি যাদু তোমাকে পাল্টালো কি মোহে উড়নচন্ডি হলে? ধারালো নাক নিয়ে চলাফেরা করো সুযোগ পেলেই গলাও যেখানে সেখানে একে তাকে বিব্রত করো! যন্ত্রের চাহিদাপত্র গেছে, চুক্তির খুব বাকী নেই এবার দেখবো কার নাক আজ কত ধার ধরে।