কবি কণ্ঠে কবিতা পাঠ। কল্পলোকে বাঁচো হঠাৎ কেন কিসের জন্য, চলে গেলে বাবা? আমি তখন সবে দশ, লোকে বলতো বোকা হাবা। তুমি যেতেই বিপন্নতা চেপে বসলো ভীষণ ভাবে , বুঝলাম ইট, বালি, কংক্রিট নয়, মেয়েদের ছাঁদ হলো বাবা।
'বাংলা সাহিত্য' - অনলাইন বাংলা ম্যাগাজিন : কবিতার পাতা