১
আমি যদি ফুটফাট শব্দ করে ফুটতে পারতাম তাহলে ফুটছি।
তুমি কি বলতে কি বলে বসো, আমি আর মাথা ঘামচ্ছি না।
প্রেমে নয়া মোড় এল অরুন, বরুন, কিরণমালা!
কে কখন কেমন হয়, তখন কে কি করতে পারে অত ভেবে কি হবে?
ঘন জঙ্গলের মধ্যে তুমি দৌড়ে গেলে আমরাও পেছন পেছন যাবো।
‘ডেডিকেশান’ যেন শব্দ নয়, উড়ে এসে জুড়ে বসতে চাইছে, আদিখ্যেতা!
শোনো, তোমাকে মনের মতো বানিয়ে নেওয়ার খেলাটা শেষ হয়েছে!
মনে পড়ছে যাকে সে তো আর আমার নিজের নয়।
আস্পর্ধা, পাখিটা ঘরের মধ্যে চলে এসেছে।
তুমি সঙ্গে নেই, পাশ ফিরে পাখিটাকে কাছে ডাকলাম।
ভালো লাগা সিনেমার নায়ক হয়ে তোমাকে সাহায্য করেছিলাম।
মোস্ট গরজিয়াস আর মোস্ট জেনারাস দুটোই নাকি আমি?
যাকে ভালোবাসি না তাকে তুমি পাশে এনে রাখো।
প্রত্যেক নারীই কি সঙ্গে একজন পুরুষ চায়?
তখন বোধ হয় আমাকে দেখতে তোমার ভালো লাগে!
তুমি হয়ত এবার এই যুবতী মেয়েটিকে একজন মহিলা বানাবে।
যে স্বল্পবাক, দুঃখের সঙ্গে মানিয়ে নিতে জানে।
যাকে নির্জনে একা বসিয়ে রেখে তুমি নিজেই নিজেকে বাহবা দেবে।
যদি আমি এখন বলি ওই মানুষটি আসলে তুমি!
তখন তোমার অবাক হয়ে যাওয়া আমার ভালো লাগবে।
হঠাৎ ঘরের বাইরে বেরিয়ে তুমি এই শহরটাকে দেখতে থাকবে
তখন আমি হাসবো, বলবো ও নারী, কেমন লাগছে এই নির্জনতা?
---------------------------
২
শিবানীর বায়োস্কোপে গাছ ও পাখি।
আমি দাঁড়কাক, কর্কশ কন্ঠস্বরে জাদু ছিল?
মনের মধ্যে একজন লোকের বসবাস!
শব্দে ও বাক্যে আড়মোড়া ভাঙছে।
প্রত্যেকেই চার্জড, সকালটা এবার দৌড়বে।
টুর্নামেন্ট খেলতে এসে প্রথম ম্যাচেই হেরে গেছি।
মুড়ি, নারকোল, ভিজে ছোলা আনা হয়েছিল।
এই লম্বা খেলার মাঠে ছক্কা কে চেয়েছিল?
নিজেরাই প্রতিদ্বন্দী বেছেছিলাম, এখন বোঝো!
সকাল এগারোটায় জলখাবার খেতে খেতে
কয়েকটা এঁদো ভুত অবাক চোখে সন্ধ্যে দেখছে।
‘এখানে ফটো তুলবেন না’ কে বলে গেল?
ব্রিজের ওপরে লোকটা সাইকেলে চলে যাচ্ছে।
পুরোনো জাহাজগুলোকে দেখে কেউ কি
ফেসবুকে কমেন্ট দেবে
হানিমুনে এই জাহাজটায় গিয়েছিলাম রে?
কাস্টমসের লোকেরা দিনরাত কাজ করে?
পুরোনো জামাকাপড় এনেছিলাম কেউ নেয়নি।
ফিরে যাচ্ছি, কম দামে দিলে হত।
কলেজের প্রেমিকাটিও দেখছি পিছু ছাড়ছে না!
আমি যদি ফুটফাট শব্দ করে ফুটতে পারতাম তাহলে ফুটছি।
তুমি কি বলতে কি বলে বসো, আমি আর মাথা ঘামচ্ছি না।
প্রেমে নয়া মোড় এল অরুন, বরুন, কিরণমালা!
কে কখন কেমন হয়, তখন কে কি করতে পারে অত ভেবে কি হবে?
ঘন জঙ্গলের মধ্যে তুমি দৌড়ে গেলে আমরাও পেছন পেছন যাবো।
‘ডেডিকেশান’ যেন শব্দ নয়, উড়ে এসে জুড়ে বসতে চাইছে, আদিখ্যেতা!
শোনো, তোমাকে মনের মতো বানিয়ে নেওয়ার খেলাটা শেষ হয়েছে!
মনে পড়ছে যাকে সে তো আর আমার নিজের নয়।
আস্পর্ধা, পাখিটা ঘরের মধ্যে চলে এসেছে।
তুমি সঙ্গে নেই, পাশ ফিরে পাখিটাকে কাছে ডাকলাম।
ভালো লাগা সিনেমার নায়ক হয়ে তোমাকে সাহায্য করেছিলাম।
মোস্ট গরজিয়াস আর মোস্ট জেনারাস দুটোই নাকি আমি?
যাকে ভালোবাসি না তাকে তুমি পাশে এনে রাখো।
প্রত্যেক নারীই কি সঙ্গে একজন পুরুষ চায়?
তখন বোধ হয় আমাকে দেখতে তোমার ভালো লাগে!
তুমি হয়ত এবার এই যুবতী মেয়েটিকে একজন মহিলা বানাবে।
যে স্বল্পবাক, দুঃখের সঙ্গে মানিয়ে নিতে জানে।
যাকে নির্জনে একা বসিয়ে রেখে তুমি নিজেই নিজেকে বাহবা দেবে।
যদি আমি এখন বলি ওই মানুষটি আসলে তুমি!
তখন তোমার অবাক হয়ে যাওয়া আমার ভালো লাগবে।
হঠাৎ ঘরের বাইরে বেরিয়ে তুমি এই শহরটাকে দেখতে থাকবে
তখন আমি হাসবো, বলবো ও নারী, কেমন লাগছে এই নির্জনতা?
---------------------------
২
শিবানীর বায়োস্কোপে গাছ ও পাখি।
আমি দাঁড়কাক, কর্কশ কন্ঠস্বরে জাদু ছিল?
মনের মধ্যে একজন লোকের বসবাস!
শব্দে ও বাক্যে আড়মোড়া ভাঙছে।
প্রত্যেকেই চার্জড, সকালটা এবার দৌড়বে।
টুর্নামেন্ট খেলতে এসে প্রথম ম্যাচেই হেরে গেছি।
মুড়ি, নারকোল, ভিজে ছোলা আনা হয়েছিল।
এই লম্বা খেলার মাঠে ছক্কা কে চেয়েছিল?
নিজেরাই প্রতিদ্বন্দী বেছেছিলাম, এখন বোঝো!
সকাল এগারোটায় জলখাবার খেতে খেতে
কয়েকটা এঁদো ভুত অবাক চোখে সন্ধ্যে দেখছে।
‘এখানে ফটো তুলবেন না’ কে বলে গেল?
ব্রিজের ওপরে লোকটা সাইকেলে চলে যাচ্ছে।
পুরোনো জাহাজগুলোকে দেখে কেউ কি
ফেসবুকে কমেন্ট দেবে
হানিমুনে এই জাহাজটায় গিয়েছিলাম রে?
কাস্টমসের লোকেরা দিনরাত কাজ করে?
পুরোনো জামাকাপড় এনেছিলাম কেউ নেয়নি।
ফিরে যাচ্ছি, কম দামে দিলে হত।
কলেজের প্রেমিকাটিও দেখছি পিছু ছাড়ছে না!
-----------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন