আঁধার পরিধি
ছন্নছাড়া মেয়েটিকে দেখি
ছন্নছাড়া মেয়েটিকে দেখি
শব্দের ওজন মাপা ছন্দবদ্ধ বাক্যের বিনুনি
চন্তার পেছনে ঝোলে তার
মাথার ওপর কাক উড়ে গিয়ে ল্যাম্পপোষ্টে বসে
রোদে ফেটে যাচ্ছে সব, তেতে-ওঠা হাওয়া
থম মেরে আছে এই জুলাই-শহরে
ঘটমান বর্তমান এ-সবই, অথচ
মাথায় আকাশ, নীল অনন্ত প্রসারে
এ ব্রহ্মাণ্ড ছন্দোহীন, চুড়ান্ত বিক্ষপ্ত
কোথাও সরল গতি নেই, শুধু অস্থির কণিকা
ছন্নছাড়া এ রাস্তায় বিভ্রান্ত মেয়েটি হেঁটে যায়
দেখি সে সহায়হীন, তাই ছন্দ খোঁজে
খোঁজে দাস, ভাই, বন্ধু অথবা বিধাতা
------ **** -----
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন