শুন্য
করাতের গোপন ক্রিয়ায় কবে যেন টেবিলের মাঝখানে
করাতের গোপন ক্রিয়ায় কবে যেন টেবিলের মাঝখানে
কিছু বই আছে, ড্রয়ারের মত ঠেলে দিয়ে লক
তবুও ঝুঁকি, ঝুঁকে পড়ি টেবিলের উপর দিয়ে সেই
বড়সড় গর্তটার মধ্যে। প্রথমে মাথাটা ঢুকে গেল
তারপর পুরোপুরি দেহটাই। এ যে একটা চতুর্থ
মাত্রায় পৌছে যাওয়া। নিস্তরঙ্গ এই তরঙ্গে ভাসতে থাকা।
ভেসে আছি, ওই যে দূরে পৃথিবী, চাঁদ আর গ্রহতারকা
হাতের দিকে তাকালাম - শূন্য। পায়ের দিকে তাকালাম - শূন্য।
Naserer kobita amar khub prio. o amader dasker serader moddhe 1jon
উত্তরমুছুন