আকাশ কথা
নীলাঞ্জনা ভট্টাচার্য্য
এক আকাশ বৃষ্টি আমার
সারাবেলা নূপূর বাজায়
শ্রাবণ ধারার গানে
তারায় ঢাকা আকাশ আমার
স্বপ্নে ভেজা রাত
আঁখির পাতায় অশ্রু আমার
মেঘমল্লার রাগ
আকাশবুকে রামধনু ওই
খেলছে রঙের খেলা
রঙের তুলি চোখ বুলিয়ে
আকাশ কুসুম খেলা
মেঘের গায়ে আঁকছি ছবি
আলতো তুলির টানে
ছিল আমার আকাশ ঢেকে
রঙ ছড়িয়ে মনে।।
........................
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন