ছাড়পত্র
জেমস বন্ড... হার
ম্যাজেস্টি তোমাকে দিয়েছেন লাইসেন্স টু কিল
আর হরিণাহরিণী
তুমি নিজের জোরে অর্জন করেছ
সংহারের মুখোমুখি
পলায়ন... শুক্রাচার্য কে তোমাকে
বিষয় থেকে
বিষয়হীনতায় চলে যায়... আর প্রেম
যত দিন যায় অনতীত বাল্যে থেকে যায়... লাউকুমড়ো
তুমি ফলন্তের
কেন যে ফলের মাথায় ফুল আনো...
কবিতা... তুই
অন্যকূটের মেলায় তবু আজও তোর
অন্নচিন্তা
চমৎকারা...
প্রতিরোধ... তুমি
আছো বলে কলিংবেলটা ডাকছে...
প্রেমিকা... তোমার
মর্ষকামী রূপ আমি চিনি তবু
...মাঝরাতে
ঘুম ভাঙিয়ে কেন
আমার ধর্ষকামী প্রবণতাকে ডাক দিয়েছিলে...
জ্যামিতি... তুমি
আছো বলে অসম সাবলীলায় চিহ্ন
হয়ে আছ...
মাধবী কেবল তোমাকে
মাধবী কেবল তোমাকে
জানিয়ে রাখি
খিড়কি দোর দিয়ে এলেও আমি
তোমার সেই নলরাজা
কবিতাটিকে অসাধারণ বললেও কম বলা হয়। ইদানিং কবিতায় জ্ঞানের পরিসর সীমিত হয়ে এসেছে । বর্তমানে সমীরবাবুই একমাত্র কবি যিনি কবিতাকে একটি নবতম স্তরে উন্নীত করেছেন। তাঁকে আভিনন্দন। এই ব্লগজাইনের সম্পাদককেও ধন্যবাদ জানাই সমীরবাবুর কবিতা নেটে আনার জন্য।
উত্তরমুছুনশংকর সেন
শঙ্কর বাবু, মতামত জানানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
মুছুনসমীর রায়চৌধুরী।