কবি কন্ঠে কবিতা পাঠ।
২টি কবিতাবছর দশেক
কত যে ফুল ভেসে বেড়াচ্ছে সমস্ত জায়গাটা
জুড়ে,আহা ওই জলে যদি অবগাহন করা যেত
কিন্তু তা তো সম্ভব নয়, কেননা এটা একটা ছবি
যা সহস্রকাল ধরে মানুষের মনের মধ্যে গেঁথে আছে
এবং মাঝেমধ্যে এটি প্রক্ষেপিত হয় ত্রিমাত্রিক রূপে
এই যে তোমার পুরোনো মাধুরী, কতদিন পর তাকে
দেখতে পেলে,ভাবো, শুধু ভাবাই নয়,কথাও
চালানো যায় কেননা মাধুরী যখন বছর দশেক বয়সের,
কী দারুণ কথা বলতে পারতো,কত কী জানতো সে,
পাতা খসে পড়ছে
এখন কি পাতা খসানোর পালা,ওই তো গাছেরা
তাদের বাকল ছেড়ে দিচ্ছে,পাতা ছেড়ে দিচ্ছে
পাতা ছেড়ে দেওয়ার দৃশ্যটাও সত্যি অদ্ভুত সুন্দর
অনর্গল গাছেদের উপর থেকে নেমে আসছে
শুকনো পাতাদের অবতরণমালা,এবং সে অবতরণ
নিহিত নিশ্চুপ, তুমি এসময় কথা বলো না,শুধু দ্যাখো
হঠাৎই মনে হল, পাখিরা সব গেল কোথায়,কোন্
দূর দেশে,একটু আগেও তাদের কণ্ঠ
শুনতে পেলাম মনে হল।
জুড়ে,আহা ওই জলে যদি অবগাহন করা যেত
কিন্তু তা তো সম্ভব নয়, কেননা এটা একটা ছবি
যা সহস্রকাল ধরে মানুষের মনের মধ্যে গেঁথে আছে
এবং মাঝেমধ্যে এটি প্রক্ষেপিত হয় ত্রিমাত্রিক রূপে
এই যে তোমার পুরোনো মাধুরী, কতদিন পর তাকে
দেখতে পেলে,ভাবো, শুধু ভাবাই নয়,কথাও
চালানো যায় কেননা মাধুরী যখন বছর দশেক বয়সের,
কী দারুণ কথা বলতে পারতো,কত কী জানতো সে,
এখনো জানে।
পাতা খসে পড়ছে
এখন কি পাতা খসানোর পালা,ওই তো গাছেরা
তাদের বাকল ছেড়ে দিচ্ছে,পাতা ছেড়ে দিচ্ছে
পাতা ছেড়ে দেওয়ার দৃশ্যটাও সত্যি অদ্ভুত সুন্দর
অনর্গল গাছেদের উপর থেকে নেমে আসছে
শুকনো পাতাদের অবতরণমালা,এবং সে অবতরণ
নিহিত নিশ্চুপ, তুমি এসময় কথা বলো না,শুধু দ্যাখো
হঠাৎই মনে হল, পাখিরা সব গেল কোথায়,কোন্
দূর দেশে,একটু আগেও তাদের কণ্ঠ
শুনতে পেলাম মনে হল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন