বড় কথা
আমরা তখনও ছোট ছিলাম-
বড়দের সামনে রেখে ঠাকুরদা প্রায়ই আমাদের কিছু বলতেন।
যার অর্থ সেদিন বিন্দু বিসর্গ বুঝিনি।
ওই বয়েসে - ঐ
কথার আর্থ বোঝা যায়না ,
এখন অনায়াসে ঠাকুরদার কথা মাপতে পারি-
তবে ওই কথাটি এখনও ঠিক বুঝতে
পারিনা।
ঠাকুরদা শুধু বড়োদের সামনেই আমাদের ওসব কেন বলতেন ?
ঠাকুরদা কি বুঝতেন না- যে আমরা ছোট।
যারা ছোট, তাদের কোন্ কথা বোঝালে তারা বোঝে ?
কথাটা মাঝে মাঝেই আমাকে ভাবাই-
আ-দতে
ঠাকুরদা সত্যি-ই কি ,আমাদের উদ্দেশে কাথা গুলো বলতেন?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন