অনুভব
স্বপ্নময় জীবনের
প্রতিচ্ছবি
নিশার স্বপ্নে ভোর হয়ে
ভাবনাতিত মন ভাবনাহীনতায়
ভরে ওঠে,
রুদ্ধ করে তোলে বাকচাতুরতা
দৃষ্টি হয় আপলক
হৃদয় শূন্য হয়ে বিরাজ
করে অনন্তলোকে
অন্তরে ওঠে প্রতিধ্বনি
অনুরণন জাগে মনে
কোথাও বা বেঁচে থাকে
নিস্কম্পতা
কখনও চিক করে জ্বলে ওঠে
শূন্যতায়
ভরে ওঠে প্রাণ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন