একটি হত্যা
যখন
ঝুঁকছ, যখন তোমার ক্লিভেজে ঘুমের ইশারা,
দামি
জুতো আর ব্র্যান্ডেড টি শার্টে তুমি যত বার কফি কাঁপে চুমুক দিচ্ছ ,
লেখা
হচ্ছে প্রেমের কবিতা।
পেজ
থ্রি থেকে যুবকের দেওয়ালে ছেয়ে আছ তুমি,
যখন
রাত্রি হচ্ছে জানলার শার্সি বেয়ে নামছে নিওন
কেরানি
বিকেলের স্নান সেরে নিচ্ছে
ভিড়
বাড়ছে বারে,
তুমি
ঝুঁকছ তোমার ক্লিভেজে ঘুমের ইশারা নিয়ে
তমাম
দুনিয়া তোমায় দেখছে,
তমাম
দুনিয়া তোমার দুনিয়া,
যতক্ষণ
না শহরের রাস্তায় তোমাকে খুন না করছে আকস্মিক এয়ার রেইড।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন