উড়োজাহাজ
হাতের মুঠোয়
সব ভাবনার ছাইগুলো
দিগন্তের সুর্য
ডোবা আকাশটা লালে লাল |
আকাশের বুক
চিরে উড়ে যায় একটা
উড়োজাহাজ |
এক ঝাঁক
পাখি ডানা ঝাপটিয়ে আকাশের
ক্যানভাসে
কালো রঙের
আঁকিবুঁকি দিয়ে উড়ে চলে
গেল
|
উড়োজাহাজ ধীরে
ধীরে মেঘের বুক চিরে
সুদূর আকাশে
যেন এক
অজানার দেশে পাড়ি দিয়ে
হারিয়ে গেল |
জানো কী
আমার বন্ধু ওই বিশাল
পাখিটায় ভর করে চলে
গেছে
দূর, বহুদুর ......
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন