পরিবর্তন
শুনেছি পাল্টেছে
ওরা কিছুক্ষণ আনন্দ করে যখন
বসল নিশিন্তে
তখন বেরিয়ে এলে
প্রতিপক্ষ একান্তে
হাত ধরে কশম নিয়ে বলল
আজ থেকে আমি তোমাদের দলে
গোপন চ্যুক্তি সব হয়েগেল একাকার
শেষ হল সব রাজাকার
তখনও শুধু লুঙিপরারা
লুঙি পরাদের মারে
মারতে মারতে মতত্তা লাগে
ধ্বনি তোলে কখন মা-মাটির
অথবা
লাল সূর্যের
ঘাড় নিয়ে বাড়ি ফেরে না
লুঙিপরারা
অন্যথা যদি কেউ ফেরে
তবে তাদের রাত কাটে আলে
ঈদ হয়
জেলে
আর আমরা লুঙি পরাদের মেয়ে
ডালি ধরে মাগি ভিক্ষ
কখন কাজের মাসি নাম পাল্টে
কখনও পাচারের মলাটে
অথবা ভীষণ সাম্প্রদায়িক
তাকিয়ে থাকি পায়ে ধরি গণতন্ত্রের
বদলানো রাজা দেখি
ভারি- মানবিক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন