মাপকাঠি
নির্দিষ্ট কোন মাপকাঠিতে
তোমার
ভালোবাসা মেপে দেখি নি |
প্রস্তরীভূত শিলালিপিতে
সমুদ্রের বালুচরে হয়তো-বা
এঁকেছি তোমায় বারে বারে
|
শত কাজের মাঝে তুমি
হারাও
আর আমার খোঁজাই সার হয়
!
শরতের মেঘে রং লেগেছে
কিছু স্বপ্ন ঝরে পড়ে
ঝরা পাতায় |
শালডুংরি মহুয়া বনে
এলেমেলো মেঠো পথে
আলোছায়ার নকশা আঁকা |
আকাশে সোনালী রোদের
ঝলকানিতে খুঁজে পাই
নতুন করে, আবার তোমায় |
Bhalo laglo.
উত্তরমুছুন