নিরব ইচ্ছাধ্বনি
এভাবে তাকালে,
পুর্নিমার রাতে নামে অকারণ ভোর
পূর্ণ চাঁদ ঢেকে ফেলে কালো হস্তীযুথ
ভাটাতে চলে যায় নদী বলেশ্বর
শূন্য খালে খোলা জলচিহ্ন পড়ে থাকে।
এভাবে তাকালে,
আকাশেতে জমে থাকা মেঘের পাহাড়
দ্রুতপদে ধেয়ে নামে গাঢ় অন্ধকার
ঘুঘুর দুপুরে নামে রাত্রি নিরবতা।
এভাবে তাকালে,
তিনশ পঁচিশ রাত্রি নির্ঘুম চোখে জমে ক্লান্তির মেঘ
বুকের সমুদ্রে ওঠে উত্তাল ঢেউ
ডুবে যায় অজস্র সমুদ্র সাম্পান
মৃত সি-গালের জন্যে বাতাসের শোক।
অর্পিতা,
এভাবে আর কখনো তাকাবেনা তুমি।
এভাবে তাকালে,
পুর্নিমার রাতে নামে অকারণ ভোর
পূর্ণ চাঁদ ঢেকে ফেলে কালো হস্তীযুথ
ভাটাতে চলে যায় নদী বলেশ্বর
শূন্য খালে খোলা জলচিহ্ন পড়ে থাকে।
এভাবে তাকালে,
আকাশেতে জমে থাকা মেঘের পাহাড়
দ্রুতপদে ধেয়ে নামে গাঢ় অন্ধকার
ঘুঘুর দুপুরে নামে রাত্রি নিরবতা।
এভাবে তাকালে,
তিনশ পঁচিশ রাত্রি নির্ঘুম চোখে জমে ক্লান্তির মেঘ
বুকের সমুদ্রে ওঠে উত্তাল ঢেউ
ডুবে যায় অজস্র সমুদ্র সাম্পান
মৃত সি-গালের জন্যে বাতাসের শোক।
অর্পিতা,
এভাবে আর কখনো তাকাবেনা তুমি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন