বাংলাদেশ
ওই মাটি রক্তে ভেজা, ভিতরে দাফন ইতিহাস
অশ্রুজলে সাঁতরে যায় ফসলের পরতে পরতে
বাতাসে এখনও ঘোরে হাহাকার,
অন্ধকার স্রোতে ভেসে যায় রাত্রিগুলো,
আজও কড়া নাড়ে তারা, বলে আমরা প্রতিশোধ চাই
মায়ের বিপন্ন মুখ কেঁপে ওঠে, ঘুম ভেঙে যায়।
ঘুম তো ভাঙতোই,
তাই মৃত্যুও আসলে অসহায় হননকারির সামনে,
মরমীয়া কবিকেও তাই
হয়ে জেতে হয় বুদ্ধিমান চন্ডাল কুকুর।
ওদিকে মানুষ আজ কী দেওয়াল,কী যে সে আগুন
আলো যায় চতুর্দিকে, স্নায়ুজুড়ে লালনের সুর।
কারা হয়ে গেছে মৃত? কারা হয়ে গেছে আজ খুন?
একটি প্রদীপ জ্বললে, একটি মশালও জ্বলে ওঠে
আগুনের ধর্ম এই, সে জানে তুমুল দাবানল
পূর্বপুরুষের শক্ত চোয়াল আর শান্ত তার ঠোঁটে
বিশ্বাস, প্রেমের ভাষা, এতদিন পর পেল জল
আবার বাগান জুড়ে, শাহবাগে, সে যেন পলাশ;
বসন্ত জাগ্রত দ্বারে, লেখা হবে বাকি ইতিহাস!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন