তুমি আছো তাই আজও আছি ...আমি।
নইলে চোরাবালির স্রোতে মিলিয়ে যেত সপ্নরা।
তুমি এসেছিলে তাই আজও পাই বেচেঁ থাকার প্রেরণা.....
হারিয়ে গেছিল হাসিরা।
তুমি না এলে মুছে যেত নীলাকাশের রঙ।
ফেকাশে হয়ে যেত ........রক্তকরবী।
তুমি এলে তাই রক্তকরবী আরও রক্তিম।
আমি আছি তাই তুমি হাসনুহানা।
সৌরভ ছড়াও নিশির স্বপ্নে।
তুমি ছিলে তাই পেয়েছি বাচার প্রেরণা।
তাই দিনের বেলায় ,রাতের খেলায়,
স্বপ্নের মেলায় - খুজেঁ ফিরে শুধু তোমায়।
শুধু তুমি আছো তাই ......তাই .......আমি আছি।
নইলে চোরাবালির স্রোতে মিলিয়ে যেত সপ্নরা।
তুমি এসেছিলে তাই আজও পাই বেচেঁ থাকার প্রেরণা.....
হারিয়ে গেছিল হাসিরা।
তুমি না এলে মুছে যেত নীলাকাশের রঙ।
ফেকাশে হয়ে যেত ........রক্তকরবী।
তুমি এলে তাই রক্তকরবী আরও রক্তিম।
আমি আছি তাই তুমি হাসনুহানা।
সৌরভ ছড়াও নিশির স্বপ্নে।
তুমি ছিলে তাই পেয়েছি বাচার প্রেরণা।
তাই দিনের বেলায় ,রাতের খেলায়,
স্বপ্নের মেলায় - খুজেঁ ফিরে শুধু তোমায়।
শুধু তুমি আছো তাই ......তাই .......আমি আছি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন