ভেলকি
তোমার অন্দরে স্বপ্নের বন্দরে
উপাসনায় তীব্র উত্তর ফাগুন
নগ্নতায় ভেলকি ঠেলে ঠেলে
চোখের তারায় নাচে মঙ্গল গ্রহ
কত রাত দেবতার প্রেমে কাটে
এখন আমি কথার ধাঁধায় মগ্ন
ভেতরে ভেতরে ঘেন্নার আগুন জ্বলে
লক্ষীর শহর অচেনা লাগে যখন
সরোবরে ভেসে ওঠে দ্রোহ
দূরের মানুষ বজায় শঙ্খবীণা
----------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন