নোনাজল
গ্রেটা থুনবার্গ যেভাবে দেখায় বিশ্ব।
কানাকড়ি নেই বাঁচার অধিকারে।
মাটি খুঁজে খুঁজে হয়ে গেছি আমি নিঃস্ব।
দলিল যা ছিল নিয়েছে দেবত্তরে।
এদেশ ওদেশ বাপ পিতেম'র গর্ব।
খেদিয়ে মানুষ কেউ খেয়ে গেছে মধু।
আমার জন্য মাটি পরে নেই কোনও।
হিম গলে গলে নোনাজল আছে শুধু।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন