শুনুন কবি-কন্ঠে কবিতা পাঠ :
'চাহিদা' - সিরিজের তিনটি কবিতা
খাবার
তালুতে রেখে আচমন করি।
ওং, গুরবেঃ নমঃ, ওং ত্রিকালঃ নমঃ।
প্রসন্ন হয়ো, দেবি।
এই দানা অঙ্গুরীয়শোভা হোক।
পোশাক
দেহসত্ত্বা খোলসবদ্ধ কোরো।
যতটা অবগুণ্ঠনহীন
বরাদ্দ রেখেছে শিরোন্নত দিন,
ততটাই উন্মুক্ত থাক।
বাড়ি
মাটির গভীরে ঘুম
আর উষ্ণদিনে কলসবাস।
এসো, দান করো আধার।
আমি আদতে নিরাকার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন