কবি গিয়াসুদ্দিন দালাল
মা মেয়ের কথা
তুই বোঝালে বুঝবে সে ঠিক
'ভোলা' আমার জামাই ভালো
আর দুটো দিন থাক না তোরা
এই এলি এই দিন ফুরালো।
তুই বোঝালে বুঝবে সে ঠিক
'ভোলা' আমার জামাই ভালো
আর দুটো দিন থাক না তোরা
এই এলি এই দিন ফুরালো।
আমি সিদ্ধি দেব নিজে পিশি'
জামাই তাতেই থাকবে খুশি
হবে মায়ে ঝিয়ে মনের কথা
সকাল বলো সন্ধ্যে বলো।
কেমন ছিলি বলনা মা তুই
হ্যা রে,ওটা নাকি ছায়েরই ভূঁই?
আমি পোস্ত গাছের জ্বালব ধোঁয়া
বানিয়ে দেব নলেন মোওয়া
নিজের মনে থাক না জামাই
তোর মা দু'দিন তো হাতে পেল।
তুই বোঝালে বুঝবে সে ঠিক
'ভোলা' আমার জামাই ভালো
জামাই তাতেই থাকবে খুশি
হবে মায়ে ঝিয়ে মনের কথা
সকাল বলো সন্ধ্যে বলো।
কেমন ছিলি বলনা মা তুই
হ্যা রে,ওটা নাকি ছায়েরই ভূঁই?
আমি পোস্ত গাছের জ্বালব ধোঁয়া
বানিয়ে দেব নলেন মোওয়া
নিজের মনে থাক না জামাই
তোর মা দু'দিন তো হাতে পেল।
তুই বোঝালে বুঝবে সে ঠিক
'ভোলা' আমার জামাই ভালো
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন