তুমি চাইলেই
![]() |
| কাব্য কবিরের কবিতা : তুমি চাইলেই |
কাব্য কবির
তুমি চাইলেই— এক হওয়া যেত সব অভিমান ভুলে,তুমি চাইলেই— হতো ফিরে আসা, যতই থাকি না দূরে।
তুমি চাইলেই— ভেজা হত আবার, কোন এক বর্ষায়,
তুমি চাইলেই— দেখা হত জানি, সেই পদ্মার মোহনায়।
তুমি চাইলেই— শিশির ঘাসেতে, হাঁটা যেত একসাথে,
তুমি চাইলেই— ধোঁয়া উঠা পিঠা খাওয়া যেত একপাতে।
তুমি চাইলেই— হাঁটা যেত আবার হাতেতে এ হাত রেখে,
তুমি চাইলেই— পাশাপাশি বসে চড়া যেত মেট্রো-রেকে।
তুমি চাইলেই— আরো এক বিকেল কাঁটা যেত রমনায়,
তুমি চাইলেই— সাথী হত স্মৃতি কোন এক বায়নায়।
তুমি চাইলেই— ঠোঁট ছোঁয়াত টং ঘর থেকে নেওয়া চায়
তুমি চাইলেই— জমা হতো সুখ টি এস সি-র আড্ডায়।
তুমি চাইলেই— আবার রিকশাতে ভার্সিটি যাওয়া হত,
বষন্ত বরণে— তোমার খোপায় ফুল গুজে দেওয়া যেত।
তুমি চাইলেই— চড়া যেত ভেলায় আষাঢ় কিংবা শ্রাবণে,
তুমি চাইলেই— প্রতি বৃস্পতি যাওয়া যেত বিউটি বাগানে।
তুমি চাইলেই—পার করা যেত দুটি জীবন একসাথে,
তুমি চাইলেই— আবার রিকশাতে ভার্সিটি যাওয়া হত,
বষন্ত বরণে— তোমার খোপায় ফুল গুজে দেওয়া যেত।
তুমি চাইলেই— চড়া যেত ভেলায় আষাঢ় কিংবা শ্রাবণে,
তুমি চাইলেই— প্রতি বৃস্পতি যাওয়া যেত বিউটি বাগানে।
তুমি চাইলেই—পার করা যেত দুটি জীবন একসাথে,
তুমি চাইলেই— অলস তারারাও জেগে যেত একরাতে।
---------xx-------

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন