এক চিলতে ছাদ আমার ঠিকানা এখন ঐ আকাশছোঁয়া বাড়ি সদাই সঙ্গী থাকে মস্ত একটি গাড়ি, জীবনে অনেকটা পথ পেরিয়ে এসে হরেক টানাপোড়েনের শেষে এখন মিটেছে নানান স্বাদ, কিন্তু!
বড় কথা আমরা তখনও ছোট ছিলাম- বড়দের সামনে রেখে ঠাকুরদা প্রায়ই আমাদের কিছু বলতেন। যার অর্থ সেদিন বিন্দু বিসর্গ বুঝিনি। ওই বয়েসে - ঐ কথার আর্থ বোঝা যায়না , তা বড়ো হয়ে বুঝেছি ।