সংশোধিত ভালোবাসায়
ঘুণের প্রাদুর্ভাব।
জনবহুল লোকালয় থেকে
কুড়িয়ে পাওয়া
এক বিন্দু মানুষও
কখনও কখনও
শূন্যে মিলায়।
ঠোঁটের ফাঁক গলে অবোধ ভাষা
বুঝতে ভুল হয়ে যায়
কোনো কোনো মুখরোচক
প্রতিধ্বনির জোগানেও।
তোবড়ানো কৃষ্ণনগরে স্বপ্নেরা
অন্ধ হয়ে ঠেলাঠেলি করে।
শত শত শব্দ ভিড় করে
কোলাহলের জন্মদিন উৎসব করে।
আমি সবিনয়ে বোঝার ব্যর্থ চেষ্টায়
চোখ বুজে বোকা বনে যাই।
"মাথায়" আর "মাথা" শব্দ
দুটির ঠোকাঠুকিতে জ্বলে যায়
চোখের পরস্পর পাঁপড়ি,
জল গড়াতে থাকে সময়ের খামে।
-------///-------
সুন্দর
উত্তরমুছুন