ফেসবুক গ্রুপ থেকে লিখছেন। জন্মেঞ্জয় ঘোড়াই আমি_শতাব্দীর_পালক আমি শতাব্দীর খোঁপায় বহু অপমান বা সম্মান নিয়ে আজ-- শরীর সর্বস্ব হয়ে এসেছি কোটি অন্ধকার জোনাকির শবদেহে , বাঁচতে চাই -- একবার নয় শেষবার , ত্রিকোণ ব্রহ্মাণ্ডে বিবেকের কম্বলে আরশির দেওয়ালে পচা দুর্গন্ধকে আড়াল করে হাঁটতে চাই --- শান্তি শয্যার মেঘলোকে , স্মৃতির পাতালে সরে যাক , নির্মম ঝুল কাঁটাতারের আত্মময় পাতাল প্রোথিত নিষ্ঠুর শল্যপাত । যৌবনের চৌকাঠ ছুঁয়ে -- অনটন অন্যায় পল্টন ফসলের বন্যায় ব্রহ্ম সংগীতের সুর বাজাই পূর্ণ চাঁদের চোখে চিহ্নহীন পৃথিবীর অপরাহ্নের শান্ত ফেরিঘাটে । আমি শতাব্দীর পালক বলছি আমার সূচনার স্পর্ধায় আকাশের নীল গালের স্বচ্ছ অনুভবকে সূচিশিল্পের ঠোঁটে শান্তির বিছানার দখিনা হাওয়ায় অমৃতের সন্ধান দিতে চাই । আমার ঊনিশটি বাহু দিয়ে কলঙ্ক মুছে দিতে চাই মানব জমিন নির্মাণের স্বপ্নে , সুদীর্ঘ তুলির বিক্ষিপ্ত টানে দুঃখের অঙ্কুরকে আর বিদ্রুপের সিংহদারকে লুন্ঠন করে শতাব্দীর শরীরে নীরব নিভৃত দহনে বিনি সুতোয় গাঁথা অসংখ্য সম্পর্ক গড়তে চাই -- কলির ডাকবাক্সের সুদৃঢ় বিশ্বাসে ।
'বাংলা সাহিত্য' - অনলাইন বাংলা ম্যাগাজিন : কবিতার পাতা