অন্য রকম জীবন মনে মনে হলেও এক একদিন এক এক রকম জীব বা জড়ো হয়ে জন্মাই। যেদিন টেবিল হই, সারাদিন পড়ে থাকি নীরবে, চার পায়ের এই জীবনে চাপ নিতে পারি প্রচুর কিন্তু কেউই দেয় না, থেকে থেকে কেবল চামচ নাড়ার ঠুনঠুন আওয়াজ...
'বাংলা সাহিত্য' - অনলাইন বাংলা ম্যাগাজিন : কবিতার পাতা