সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সৌমিত্র চক্রবর্তী

পরবর্তী প্রচ্ছদ গানমেটাল রঙা ওড়নায় চারপাশ ঢেকে পতাকা উড়ায় বেবুশ্যে মেঘ , ভেজা কড়াইয়ের জমে যাওয়া জলে সাঁতরায় পাহারাদার মৌসুমী হাওয়া ,

চন্দনকৃষ্ণ পাল

নিরব ইচ্ছাধ্বনি এভাবে তাকালে , পুর্নিমার রাতে নামে অকারণ ভোর পূর্ণ চাঁদ ঢেকে ফেলে কালো হস্তীযুথ ভাটাতে চলে যায় নদী বলেশ্বর শূন্য খালে খোলা জলচিহ্ন পড়ে থাকে।

ইন্দ্রাণী সরকার

মাপকাঠি নির্দিষ্ট কোন মাপকাঠিতে তোমার ভালোবাসা মেপে দেখি নি | প্রস্তরীভূত শিলালিপিতে হয়তো-বা লিখেছি নাম |

দীপঙ্কর বেরা

আমি নিজেকে ভাঙতে পারি নি   আমি নিজেকে ভাঙতে পারি নি   যেমন ছিলাম তেমনি আছি   নিজেকে একটুও ভাঙতে পারি নি ।

কানাইলাল জানা

অন্য রকম জীবন মনে মনে হলেও এক একদিন এক এক রকম জীব বা জড়ো হয়ে জন্মাই। যেদিন টেবিল হই, সারাদিন পড়ে থাকি নীরবে, চার পায়ের এই জীবনে চাপ নিতে পারি প্রচুর কিন্তু কেউই দেয় না, থেকে থেকে কেবল চামচ নাড়ার ঠুনঠুন আওয়াজ...

সৈয়দ কওসর জামাল

অদিতি                                                              আমিও পেরোতে চাই জলঘূর্ণিশ্বাপদের ক্রূরতা - করাত , তবু স্থির থাকি স্থলে আমি জানি আমাকে বিমর্ষ করে দুরন্ত অদিতি হবে আরও স্রোতোবহ