সংজ্ঞাহীন এক একটা রাত – এক একটা ছোট ছোট গল্প ছেঁড়া ছেঁড়া মেঘের টুকরো নীল নীল বিছানায় জড়ো হয়ে পড়েছে আর লেপটে যাচ্ছে। একটা একটা করে টুকরো গল্প তুলে গালে লাগালাম – কত যুগ? কত কত যুগ ধরে আমি ভেসে বেড়াচ্ছি সীমাহীন – সংজ্ঞাহীন – দীশাহীন – লক্ষ্যহীন – অনুভূতিহীন হয়ে?
অনুভবে প্রতিটি অনুভবে একটি মৃত্যু লুকিয়ে থাকে । পুরোনো স্মৃতির ছাইচাপা গভীরতায় সে যেন নির্জনতার প্রান্তিক কণা । ঈশ্বর–জাত সূক্ষ্মাতিরেখা ,উৎস থেকে প্রবাহিত । বিচিত্র সফরের নান্দনিকতা লুপ্ত চিহ্নের মতো অদৃশ্য হয়ে যায় ।
স্মৃতির হাতটা তুলে রেখো এখনো তোমায় স্বপ্নে দেখি জানি বলা মানা, পর হয়েছো তুমি এখন ভালোই আছে জানা, এখনো করে বুক দূরু দূরু স্মৃতির স্রোতে ভাসি, ভুলবো না তোমাকে হয়তো যখন আমি আশি, হাত বাড়ালেই পারবোনা ছুতে কাছে তুমি কই? দেখা হবে তোমার আমার সেই আশাতেই রই, ঝড় উঠবেই ভীষণ ঝড় কথা হবে যখন